নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম মনিটরিং করা হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় আমতলা ইউনিয়নের দেওপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম মনিটরিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, প্রোগ্রাম অফিসার শারমীন শাহজাদী, আমতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব (সবুজ), ফিল্ড সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী ও ওয়ালীউল ইসলাম, দেওপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী সাহা,দেওপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, আবৃত্তি শিক্ষক আফরোজা আক্তার (রুপা),এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ কিশোর কিশোরী ক্লাবের সকল শিক্ষার্থীরা।