বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেত্রকোণা সদর ইউনিয়নের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
আজ (২২ মে) রবিবার বিকেলে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপি’র আহবায়ক ডাঃ অধ্যাপক আনোয়ারুল হক বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আহবায়ক মজিবুর রহমান খান, জেলা বিএনপি নেতা বজলুর রশিদ পাঠান, এস.এম. মনিরুজ্জামান দুদু,কামরুল হক ,আল মামুন খান রনি, ফরিদ আহমেদ ফকির সহ জেলার নেতৃবৃন্দ ।
পুলিশী বাধার কারনে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন বিএনপি’র সম্মেলনটি জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে দুইজন সম্পাদক পদে নং ৩ জন প্রাপ্তি প্রার্থিতা করেন। কাউন্সিলরদের ব্যাপক ভোটের ব্যবধানে মুজিবুর রহমান সভাপতি ও সাইফুল ইসলাম সোহাগ সম্পাদক নির্বাচিত হন।