ছবিটি নেত্রকোণা পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এলাহী নেওয়াজ খান রোড যা জয়নগর হাসপাতাল রোড নামে পরিচিত। এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করে কারন এখানে আধুনিক সদর হাসপাতাল, সিভিল সার্জন অফিস ছাড়াও অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অবস্থিত।
প্রতিদিন এই ভঙ্গুর সড়কটি দিয়ে অসংখ্য জটিল রোগী যাতায়াত করে আরো অসুস্থ হয়ে পড়ছে। একটু বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে তলিয়ে যায়, কারন রাস্তার পাশের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্হাপনাও অত্যন্ত খারাপ। স্হানীয় জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কোন সমাধান হচ্ছে না।
সাধারণ জনগণ প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে জনগণের দুর্দশা লাঘব করবে।