দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯০ এর গণ-অভ্যুত্থানের অগ্রসৈনিক আওয়ামী লীগ নেতা শফি আহমেদ।
২৭ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শফি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের শফি আহমদের কর্মী সমর্থক বৃন্দ।
এসময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।এ ব্যাপারে কর্মী সমর্থকদের সাথে কথা বলে জানা যায় তারা শফী আহমেদকে সংসদ সদস্য হিসেবে জয়ী করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং জয়ের ব্যাপারে আশাবাদী।