ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো আব্দুল গফুর স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।
সোমবার বিকেল চারটায় স্থানীয় আনন্দবাজার বালুর মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল প্রতিযোগিতায় সাতপাই জে বি স্পোর্টিং ক্লাব বনাম নাগড়া একাদশের মধ্যে ৫০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুই দলেই এক এক গোলে সমতা থাকায় ট্রাইবেকারের মধ্য দিয়ে নাগড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জে বি স্পোর্টিং ক্লাব।
পরে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি
তুলে দেন যুবদল নেতা নজরুল আলম ফিরোজ, তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ তন্ময় সহ আরো অনেকেই।