প্রাকৃতিক সম্পদ গ্যাসের সুফল ভোগ করতে
প্রান্তিক পর্যায়ে সেবা প্রদান করে আসছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।
গতকাল ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার শহরতলীর সাকুয়া এলাকায় সারা কমিউনিটি সেন্টারে সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলা এলপিজি ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের পুনর্মিলনী ও জেলা কমিটি গঠন ।
নেত্রকোনা জেলা এলপিজি ডিস্ট্রিবিউশনের আয়োজনে অনুষ্ঠানটি মো, রুহুল কদ্দুস টিটু ও বিকাশ চন্দ্র সাহার সঞ্চালনায় ও সিনিয়র ব্যবসায়ী মো,নু্রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মো, হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, সুপ্রিমকোর্টের আইনজীবী খায়রুল রশীদ খান পাঠান সায়ের, বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ ইমরান, জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন রনি সহ অন্যান্যরা ।
নেত্রকোনা জেলায় ৩৮ জন ডিলার ও ২৭০ জন খুচরা ব্যবসায়ী রয়েছে। প্রতি এলপি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৪৫০ টাকা দরে ।
অনুষ্ঠানে প্রত্যেক ব্যবসায়ীদের আইডি কার্ড ও প্রত্যয়নপত্র প্রদান করেন প্রধান অতিথি মো, হারুনুর রশীদ। আলোচনার মাধ্যমে নেত্রকোনা এলপিজি ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয় । সকলের সর্ব সম্মতিক্রমে মো, মনিরুজ্জামান মনির কে সভাপতি, মো, মুশফিকুর রহমান সোহেল সাধারণ সম্পাদক ও ও উৎস সাহা কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নেত্রকোনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মো, হারুনুর রশীদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট খায়রুল রশিদ খান পাঠান সায়ের, বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদুল্লা ইমরান, সংগঠনের সভাপতি মো, মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো, মুশফিকুর রহমান সোহেল, বিকাশ কুমার সাহা রায়, হাজী রফিকুল ইসলাম, রুকনুজ্জামান, ইকরাম হোসেন পিপুল, তোফায়েল আহমেদ, ভজন সাহা, মোজাহিদুল ইসলাম রাজিব প্রমুখ।
নব নির্বাচিত সভাপতি মো, মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মো, মুশফিকুর রহমান সোহেল বলেন, সংগঠনের উন্নয়নে কাজ করে যাবেন । ক্রেতাদের স্বার্থরক্ষায় ও মান বজায় রেখে আমরা ব্যবসা চালিয়ে যাব । তাই সকলের সহযোগিতা কামনা করছি।