নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সনুড়া গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ীর পাশে খালের পানিতে ডুবে বিল্লাল হোসেন (১০) নামক এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সনুড়া গ্রামের আতি মিয়ার পুত্র বিল্লাল হোসেন পাগলামী করায় বেশীরভাগ সময় তাকে শিকল পড়িয়ে রাখা হতো। রবিবার সকাল ৯টার দিকে বিল্লাল তার মাকে বার বার শিকল খুলে দেয়ার আকুতি জানালে এক পর্যায়ে তার মা তাকে শিকল খুলে দেয়। সকাল ১০টার দিকে বিল্লালকে কোঁথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ীর পাশে খালে তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুল হকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।