নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা সদর উপজেলার মেদনী ডিপ মেশিন মোড়ে বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর তত্ত¡াবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ এর দিক নির্দেশনায় ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহ্নুর আলমের পরিচালনায় এস আই সঞ্জয় সরকারের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের ডিপ মেশিন মোড়ে বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোণা বটতলা গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র মোঃ আল আমিন (২৬), মুন্সিপুর গ্রামের মিরাশ উদ্দিনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩০) বরুয়াকোণা বটতলা গ্রামের মোঃ গুল মাহাজনের পুত্র মোঃ ফরহাদ (২৮)।
এ ব্যাপারে ডিবি’র এস আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের যথাযথ ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে আসামীদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।