(সৈয়দ সময়)
নেত্রকোনায় মসজিদ কোয়ার্টারে টেনিস গ্রাউন্ডে হাজারো রোজাদারদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২০তম রোজায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি ।
পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আরিফা জেসমিন নাহিন , জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা: আনোয়ারুল হক , সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জিপি. এডভোকেট মাহফুজুল হক , যুগ্ম আহ্বায়ক এস,এম, মনিরুজ্জামান দুদু ,৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খান শামীম প্রমুখ । অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু , পিপি-অ্যাডভোকেট আবুল হাসেম , জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী,
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাসুদ , জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মো, মোস্তফার দোয়া মাধ্যমে অনুষ্ঠান শেষে হাজারো মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় ।