বীর মুক্তিযুদ্ধা শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম পাঠাগার এর উদ্যোগে মাসব্যাপী ধরে চলছে তালের বীজ রোপন কাজকর্ম।
(৮ জুলাই) থেকে শুরু করে চলতি মাস পর্যন্ত অব্যাহত রয়েছে তাল বীজ রোপন কর্মসূচী।
মাস ব্যাপী বজ্রপাত প্রতিরোধক তালের বীজ রোপন কর্মসূচী এপর্যন্ত পূর্বধলায় ৯নং খলিশাউর ইউনিয়নের শিমুল কান্দি বাজার হতে ফাজিলপুর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার দু’পাশে ৬০০০ হাজার তালের চারা সহ বীজ রোপন করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম পাঠাগারের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পাঠাগার আন্দোলনের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও সংগঠনের নেতৃবৃন্দরা।