তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ‘সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় পাবলিক হলে শুটিং স্টার লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মোঃ আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ হুমায়ুন কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নূরুল আমীন, শুটিং স্টার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম সানি, প্রশিক্ষণার্থী সাইদুর রহমান মিন্টু ও স্বপ্না আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে শুটিং স্টার লিমিটেড এর প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন জানান, ডিজিটাল মার্কেটিং ৪১ নং ব্যাচের প্রশিক্ষণার্থী মমিনা আক্তার ও ৪৮ নং ব্যাচের প্রশিক্ষণার্থী তাসলিমা আক্তার জবা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোচ্চ ডলার উপার্জন করছেন।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।