নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের দুওজ মাইজপাড়ান গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে। জানা যায় গতকাল (২৫জুন) শুক্রবার বিকেলে উপজেলার দুওজ গ্রামের হিরন আকন্দ ও প্রতিবেশী মুখলেস এর সাথে তুচ্ছ ঘটনায় তর্ক বিতর্ক হয়।
পরে দাঙ্গাবাজ মোকলেছের লোকজন অতর্কিতভাবে হিরনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় তার স্ত্রী সহ ৪ জন আহত হয়। আহতরা হলেন, হিরন আকন্দ(৫০), নুপুর আক্তার(৩৫), সাবিকুন্নাহার আক্তার(১২), বেশাদ আকন্দ(১৩০)। এদের মধ্যে ২ জন বর্তমানে হিরন মিয়ার স্ত্রী ও তার মেয়ে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হিরণ মিয়া একজন সহজ সরল লোক ছিল, সে খুব নিরীহ খুবই শান্ত শিষ্ট কারো সাথে কোন খারাপ আচরণ বা কোন কথা বলতে আমরা শুনিনি। কিন্তু মোকলেছের দাঙ্গাবাজ লোক জন তাকে অতর্কিতভাবে হামলা করে ৫ জনকে আহত করেছে।
এলাকার আনোয়ারুল ইসলাম(শহিদুল), কামরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন আকন্দ, ফুল মিয়া,আলী আহাদ,নাদু আকন্দ,শাহের উদ্দিন, মানিক মিয়াসহ আরো অনেকে বলেন হিরণ মিয়া একজন সহজ সরল লোক। তার পরিবারের সাথে এসব ঘটনা করা ঠিক হয়নি।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ ব্যাপারে আমি কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।