নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কালিহালা গ্রামের ১৮ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে আনুমানিক ১.৩০ মিনিটের সময় কালিহালা গ্রামের রবিউল আওয়ালের ছেলে মোঃ হৃদয় মিয়া নামের ১৮ মাসের শিশুর নিজ বসত বাড়ির পাশে পতিত জমিতে জমে থাকা পানিতে ডুবে মৃত্যু হয়।
শিশুর বাবা, মা জানায়, শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করে পরে না পেয়ে আত্নীয় স্বজনের জানায় তারপর সকলে মিলে খুঁজে তাদের নিজ বসত ঘরের পূর্ব পাশের পতিত জমিতে থাকা পানিতে ডুবে মারা যায়।
পরে মৃতের বাবা পানি থেকে উঠাইয়া শিশুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ বলেন, মৃতের বাবা ও মায়ের কোন অভিযোগ নাই। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।