নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আজগরা গ্রামের কল্পনা আক্তার (১৫) বছর বয়সের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল রবিবার রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় আজগরা, সেওরাউন্দ গ্রামের মোঃ আলাল মিয়ার (৫০) মেয়ে কল্পনা আক্তার নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে মারা যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, মোঃ আলাল মিয়ার বাড়ির সামনে গোরস্থানে জিগার গাছের ডালে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে সিধলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ বলেন, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।