নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ জামাল এঁর ৭২ তম জন্মদিন পালিত হয়েছে। কলমাকান্দা উপজেলা পরিষদ চত্বরে কলমাকান্দা থানার পক্ষ থেকে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান মিজান বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার অন্যান্য সরকারী,বেসরকারি কর্মকর্তা,কর্মচারীবৃন্দের উপস্থিতিতে পুস্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে covid-19 লকডাউন এর কারনে ভার্চুয়াল সভার মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ জামাল এঁর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।