নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন জামে মসজিদে কারান্তরীণ দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি বাংলাদেশের আওয়ামী যুবলীগের দিক নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে জুম্মার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ১০০ জনের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
এ সময় দেয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বর্তমান আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মীর তোফায়েল ও তার খালিয়াজুরী উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।