সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মশাল মিছিলঃনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  নেত্রকোনার পূর্বধলায় র‍্যালী ও আলোচনা সভা মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মদনে ধানের শীষের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর কে বিজয়ী করতে কর্মী সভা। রফিক হিলালীর জন্য আল্লাহর রহমত ও সবার দোয়া চেয়েছেন আব্দুর রহমান মদনে কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ। নেত্রকোনা ৪ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর ঢেঁড়শ গাছ থেকে পাটের আঁশ! রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক মোতালিব  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  নেত্রকোনায় নেতৃত্ব প্রত্যাশীদের পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী মদনে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নেত্রকোনা’র দুর্গাপুরে অপার আনন্দে এতিম-অনাথদের সেবা প্রদান করে যাচ্ছে মানব কল্যাণকামী অনাথালয় – নয়ন যোগী আশ্রম “

সৈয়দ সময়
  • আপডেটের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫১০ বার পড়া হয়েছে

 

সবার উপরে মানুষ সত্য – তাহার উপরে নাই।
মানব সেবাই প্রকৃত ধর্ম । যুগে যুগে প্রকৃতি ও মানুষের জন্যে কোন প্রতিষ্ঠান বা কেউ কেউ
অপার আনন্দে নিজের জীবন মানুষের কল্যাণে ত্যাগ করে মানুষের জন্য কাজ করে গেছেন । তেমনি একটি মানবিক সেবামূলক প্রতিষ্ঠানের নাম মানব কল্যাণকামী অনাথালয় ।

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায়
চন্ডীগড় গ্রামে মানব কল্যাণকামী অনাথালয় টি শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন ১৯৯৬ সালে তাঁর নিজস্ব তিন একর ৩৭ ডিসিমেল জমি দান করে স্থাপিত করেন । এই অনাথালয় টি
নয়ন যোগী আশ্রম নামে সমধিক পরিচিত ।
সমাজ সেবা অধিদপ্তর ( রেজি: নং-০২১৬ )
ও প্রধানমন্ত্রীর কার্যালয় ( রেজি: নং – ১২৪৪ )
কর্তৃক তালিকাভূক্ত মানব কল্যাণকামী অনাথালয় বা নয়ন যোগী আশ্রয় টি
১৯৯৬ সালের ১১ মার্চ থেকে সেবামূলক কাজ করে যাচ্ছে। আশ্রমের সেবা দান প্রদানে বিভিন্ন অংশীজন কর্মসূচি ও প্রকল্পের মধ্যে
০১. মানব কল্যাণকামী অনাথালয় ০২.অনিকেত বৃদ্ধালয় ০৩.বিধবা- স্বামী পরিত্যক্তা আশ্রয় কেন্দ্র ০৪. সজীব হোমিও দাতব্য চিকিৎসালয় ০৫. ফ্রি টেইলারিং ট্রেনিং সেন্টার ০৬. ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার ০৭. নয়ন যোগী আশ্রয় ০৮. বাংলাদেশ হরিনাম প্রচার সংঘ ০৯. বাংলাদেশ মানব সেবা সংঘ ১০. শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম ১১. শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রম নিয়মিত সেবা চালিয়ে আসছে ।

সমাজে অশান্তি দূর করতে শান্তি স্থাপনের
জন্য অনাথ ছেলে-মেয়েদের বাংলাদেশের
বিভিন্ন জেলা হতে,রেল ষ্টেশন হতে,চা স্টল
হতে কুড়িয়ে এনে প্রতিপালনসহ উচ্চ শিক্ষায়
শিক্ষিত করে স্বাবলম্বী করে দেওয়ার উদ্দেশ্যে লেখা পড়া করিয়ে যাচ্ছেন ১২৪ জন শিশু কে ০৫ জন কর্ম সেবক । পড়ালেখার পাশাপাশি
তাদেরকে নাচ, গান,পিটি-প্যারেট , কম্পিউটার ট্রেনিং, মৎস্য চাষ ,গো-পালন , সব্জি চাষ সহ প্রশিক্ষণ প্রদান করা হয় ।

এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনেকেই পড়ালেখা শেষ করে বিভিন্ন পেশায় চাকুরী করে স্বাবলম্বী হয়েছে । প্রতিষ্ঠানের ছাত্র সুদীপ পাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হতে ফাষ্ট ক্লাস পেয়ে অনার্স পাশ করে ICCR এর স্কলারশীপ পেয়ে উচ্চ ডিগ্রী লাভের জন্য ভারতে রবীন্দ্র ভারতীতে লেখা পড়া করছে।

তাদের আছে ২৪৬ জন আজীবন সভ্য ।
২৯ জন উপদেষ্টা,১১ জন পরিচালনা পর্ষদের সদস্য ও ০৬ জন স্বেচ্ছাসেবী পরিচালনক
নিয়ে নয়ন যোগী আশ্রম বা মানব কল্যাণকামী
অনাথালয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনাথালয়ের প্রতিষ্ঠাতা শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন এর দেহ ত্যাগের পর থেকে তার সহধর্মিণী নিশা দেবী মানব কল্যাণকামী অনাথালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ।

নৃ-গোষ্টীর বিভিন্ন সম্প্রদায় ও সনাতন ধর্মের ১২৪ জন অসহায় অনাথ এতিম শিশুদের মাঝে অপার আনন্দে সেবা প্রদানের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা স্মারক পুরষ্কার অর্জন করেছে নয়ন যোগী আশ্রম বলে জানান অনাথালয়ের
পরিচালক নিশা দেবী । এলাকাবাসীও তাদের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে আসছে।
সরকারি বেসরকারি ও ব্যক্তিগতভাবে লোকজন অনাথালয় পরিদর্শন করে ভূয়সি প্রশংসা করেছেন গুণীজনেরা ।

মানুষের সেবায় আগ্রহী দায়িত্বশীল কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই মানব কল্যাণকামী
অনাথালয় বা নয়ন যোগী আশ্রমে সহযোগিতার আহ্বান জানান নিশা দেবী । তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতা কামনা করেন ।

প্রয়োজনে
যোগাযোগ ও সহযোগিতা প্রদানের জন্য
তিনি অফিসিয়াল তথ্য জানিয়েছেন তা হলো:
মোবাইল : 01715752270. 01975752290.
website : www.orphanage-bd.org
E-mail : manab_kallayan@yahoo.com
ব্যাংক একাউন্ট :
০১. মানব কল্যাণকামী অনাথালয় ,
চলতি হিসাব নং – ৩৫০৫-২০০০০১৪২৩, সোনালী ব্যাংক , দূর্গাপুর শাখা, নেত্রকোনা।

Swist No. BSONBDHA

০২ . মানব কল্যাণকামী অনাথালয় , ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
চলতি হিসাব নং – ১৫৬.১১০.৭০৬৫,
ময়মনসিংহ ।

দেশের বিভিন্ন জায়গা থেকে অনাথ শিশু , বৃদ্ধ , বিধাতা,বিপত্নীক অসহায়দের আশ্রমে আশ্রয় নেওয়ার আহ্বান নয়ন যোগী আশ্রমের পরিচালক নিশা দেবী ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin