পূর্বধলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার পুলিশের একটি টিম দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের পূর্ব নির বাজার ট্রাক ট্রাক্টর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের সড়কে গত শনিবার দিবাগত রাতে চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ১টার দিকে দূর্গাপুর থেকে শ্যামগঞ্জগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশীকালে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এ সময় প্রাইভেট কারে আসা তিন মাদক ব্যবসায়ীকে আটক ও প্রাইভেট কার জব্দ করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার টেপিরবাড়ী গ্রামের মো: হৃদয় খান শাওন (২০) কেওয়া পশ্চিম (মসজিদ মোড়) গ্রামের মো: আবু তাহের মিয়া (৩২) মো: রাব্বি হোসেন ওরফে শরিফুল (৩২)।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামীদের রবিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।