নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার দলীয় কার্যালয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু’র সঞ্চালনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আইনুল হক আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ উদ্দিন লাক মিয়া, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সহ সভাপতি কামরুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাশিদ, ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান হাসিবসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।