শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

নেত্রকোনার ভারতীয় সীমান্তে বিজিবি’র অভিযান ৫০ লক্ষ টাকা মূল্যের শাড়ী লেহেঙ্গা ও মেহেদী জব্দ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান চালিয়ে ৫০ লক্ষ ৫৫ হাজার ৬ শত ৪ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও মেহেদী জব্দ করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া সোমবার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র জোয়ানরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ১১ এপ্রিল ভোর রাত সাড়ে ৪টার দিকে আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৪৭ পিস বেনারশী শাড়ী, ৭৪০ পিস শারদাহ শাড়ী, ১৮৫ পিস ওভারটেক শাড়ী, ১৮০ পিস সিল্ক শাড়ী, ১০৫ পিন অনিকা শাড়ী, ৪১৯ পিস শাংগী রিলা শাড়ী, ২৮ পিস লেহেঙ্গা ও ২৫৯২ পিস কাবেরী মেহেদী। জব্দকৃত শাড়ী, লেহেঙ্গা ও মেহেদীর সিজার মূল্য ৫০ লক্ষ ৫৫ হাজার ৬ শত ৪ টাকা। জব্দকৃত এ সকল মালামাল বিকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin