নেত্রকোনার মোহনগঞ্জে মাটি বুঝাই লড়ির চাপায় সাইকেল আরোহী রাব্বি মিয়া (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। নিহত রাব্বি তেঁতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রাব্বি স্কুল থেকে সন্ধ্যায় সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে মাটি বুঝাই লড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা লড়ি চালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার এবং লড়িসহ চালককে আটক করে। রাতেই রাব্বির বাবা রাসেল মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আজ শুক্রবার দুপুরে নিহত স্কুল ছাত্রের বাবার দায়ের করা মামলায় আল আমিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।