নেত্রকোনা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ছোট কাইলাটি নামক স্থানে এলাকার কয়েজন বৃষ্টির পানি নিষ্কাশনের রাস্তায় প্রতিবন্দকতা সৃষ্টি করেছে। আমাদের ছোট কাইলাটি গ্রামের ২০/২৫ টি ফ্যামিলির লোকজনের এই রাস্তা দিয়ে য়াতায়ত করতে হয়।
এলাকায় কয়েকজন এই রাস্তাটিতে প্রতিবন্দকতা সৃষ্টি করেছে। এলাকার ভুক্তভোগিরা জানায়, আবুল কাশেম, রশিদ মিয়া, সিরাজ মিয়া, আবুল কালাম, সেলিম, সালাম, সুজন, শমেশ আলী, আজিদ মিয়া, শহিদ মিয়া, ওয়ারেছ আলী, কিতাব আলী, সাইফুল, রশিদ, সিদ্দিকসহ সকলেই সরকারি রাস্তা ও খালের জায়গায়, পুকুর, দোকান ঘর, বসত ঘর নির্মান করার কারনে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে।
এইভাবে পানি জমে থাকার কারনে আমাদের কিছু পরিবারের বসবাস করতে কষ্ট হচ্ছে। এলাকাবাসীর দাবি এই রাস্তাটি ও পানি নিষ্কাশনের কাজ করে আমাদের ছোট কাইলাটির মানুষের কষ্ট দুরিকরনের জন্য স্থানীয় কর্তৃপক্ষের নিকট জুরদাবী।
এ ব্যাপারে কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি এলাকার পক্ষ থেকে কোন ধরনের লিখিত বা মৌখিক আবেদন পাইনি, পেলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।