নেত্রকোণা জেলার সদর উপজেলার মদনপুুর ইউনিয়নের মদনপুর ফকিরপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়েকে ধর্ষনের ঘটনা ঘটেছে।
গতকাল সন্ধ্যায় আব্দুর রহিমে বাড়িতে হাবিকুল ইসলাম (২৩) নামের ছেলেটি এসে তার মেয়েকে বসতঘরে ডুকে জোরপূর্বক ধর্ষন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা য়ায়, হাবিকুল ইসলাম নামের ছেলেটি আব্দুর রহিম মিয়ার বাড়িতে ১৩-০৮-২০২১ তারিখ শুক্রবার সন্ধ্যায় এসে মেয়েটিকে জোরকরে ধর্ষন করে। পরে স্থানীয় লোকজন হাবিকুলকে আটক করে। তবে আরো জানা যায় হাবিকুলের বোনের স্বামী বদরুল মিয়ার সহযোগিতায় এ ঘটনাটি ঘটেছে। হাবিকুলকে আটক করলে এলাকার গন্যমান্য ব্যাক্তিগন একটি গ্রাম্য শালিশে বিষটি মিমাংসার জন্য বসেছিল। কিন্তু পরে হাবিকুলের বোনের স্বামী বদরুল মিয়া শালিশে বলে আপনারা যাহা পারেন তাহা করেন।
এ বিষয়ে মদনপুর ফকির পাড়া গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়েছেন। এলাকায় বর্তমানে এ বিষয়টিকে নিয়ে সমালোচনা চলছে।
এ বিষয়ে মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি বলেন, ধর্ষনে ঘটনাটি সত্য, তবে আমরা এলাকাবাসী এ বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু বদরুল মিয়া বলেন আইনে যা হবে তাই হোক। পরে গ্রাম্য শালিশ থেকে সকলে চলে যায়।
এ ব্যাপারে মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি থানায় ফোন করেছি আইনি ব্যাবস্থা গ্রহন করার জন্য।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গতরাতে ধর্ষনকারীকে আটক করা হয়েছে।