বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনার উত্তর বারোমারী এলাকায় টহল দান কালে ৫২ লক্ষ ৮১ হাজার টাকা মূল্যমানের বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া শুক্রবার রাত ৯টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বারোমারী বিওপি’র বিজিবি জোয়ানরা বৃহস্পতিবার রাতে উত্তর বারোমারী সীমান্ত এলাকায় টহল দান কালে ৫২ লক্ষ ৮১ হাজার টাকা মূল্যমানের বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করে। বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত মালামাল কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।