আগামী ১১ নভেম্বর নেত্রকোনা জেলার বারহাট্টা, আটপাড়া ও সদরসহ উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
গতকাল সোমবার (১১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মনোনয়নপ্রাপ্তদের তালিকায় স্বাক্ষর করেন।
তালিকায় দেখা যায়, বারহাট্টা উপজেলার সাত ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বাউশী ইউনিয়নে নতুন মুখ মো. শামছুল হক, সাহতা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পল্টন সরকার, আসমা ইউনিয়নে মো. শফিকুল ইসলাম খান ছন্দু, চিরাম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান চৌধুরী, সিংধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চন ও রায়পুর ইউনিয়নে মো. আলী আকবর তালুকদার দলীয় মনোনয়ন পেয়েছেন। এই উপজেলায় মোট ৫২ জন প্রার্থী মনোনয়নের জন্য আবেদন করেছিলেন।
নেত্রকোনা সদর উপজেলায় ১২টি ইউনিয়নের ৭৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে, মৌগাতি ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান, মেদনী ইউনিয়নে মো. জিল্লুর রহমান খান সোহাগ, ঠাকুরাকোনা ইউনিয়নে মো. আব্দুর রাজ্জাক, সিংহের বাংলা ইউনিয়নে মো. আব্দুর রহিম, আমতলা ইউনিয়নে মো. আব্দুর রউফ সবুজ, লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে মো. আব্দুর রব (রব্বানী), কাইলাটী ইউনিয়নে মজিবুর রহমান, দক্ষিণ বিশিউরা ইউনিয়নে মো. আবু বকর সিদ্দিক, চল্লিশা ইউনিয়নে সৈয়দ মাহাবুবউল মজিদ, রৌহা ইউনিয়নে মো. আব্দুর রশিদ, কে গাতি ইউনিয়নে মো. আমজাদ হোসেন খান ও মদনপুর ইউনিয়নে মো. মোস্তফা-ই-কাদের মনোনয়ন পেয়েছেন।
আটপাড়া উপজেলার সাত ইউনিয়নে আবেদনকারী ছিলেন ৬২ জন। দলীয় মনোনয়ন পেয়েছেন স্বরমুশিয়া ইউনিয়নে মো. আব্দুছ ছাত্তার, শুনই ইউনিয়নে মো. রোকনুজ্জামান, লুনেশ্বর ইউনিয়নে মো. শাহজাহান কবীর, তেলিগাতী ইউনিয়নে অখিল চন্দ্র দাস, দুওজ ইউনিয়নে সহিদুল হক তালুকদার ও সুখারী ইউনিয়নে মো. শাহজাহান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হয়ে অংশগ্রহণের জন্য জেলার ২৬ ইউনিয়ন কমিটির মাধ্যমে মোট ১৬০ জন প্রার্থী জীবন-বৃত্তান্ত জমা দেন। এর মধ্যে বারহাট্টা উপজেলার সাত ইউনিয়নের ৪৩ জন, আটপাড়া উপজেলার সাত ইউনিয়নের ৫২ জন ও নেত্রকোণা সদর উপজেলার ১২ ইউনিয়নের ৬৫ জন রয়েছেন।
এ ছাড়া অন্তত ৩০ জন প্রার্থী সরাসরি কেন্দ্রীয় কমিটির কাছে তাঁদের জীবন-বৃত্তান্ত জমা দেন। সব মিলিয়ে ১৯০ জন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়নপত্র জমা দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।