নেত্রকোনা-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর নেত্রকোনার হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রাহ:) এর মাজার জিয়ারত করেছেন অসীম কুমার উকিল। পরে গতকাল বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভুইয়া, আটপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখাসহ সংসদীয় আসনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা।