আজ বুধবার (২৩ জুন) সকালে সারা দেশের ন্যায় শহরের ছোটবাজরস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভা মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক নুর খান মিঠু।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, অ্যাডভোকেট ইফতিকার উদ্দিন মাসুদ, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সৈয়দা শাসছুন্নাহার বিউটি, সদর উপজেলা শাখার সভাপতি মঞ্জু রানী সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরোও উপস্থিত ছিলেন জেলার কেন্দুয়া, আটপাড়া, বারহাট্টাসহ অন্যান্য উপজেলায় পতাকা উত্তোলন, কেক কাটা ও র্যালীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।