(হৃদয় রায় সজীব)
নেত্রকোনায ঈদের নামাজ শুরুর করার সময় ইমামকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। এসময় নামাজ পন্ড হয়ে যায়।
আজ সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সনুড়া ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম নয়নের লোকজন মাঠে নামাজ পড়াত। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আবু নাইম জান্নাত নামে নতুন একজনকে ইমাম নিয়োগ দেয়া হয়। এ ঘটনার জের ধরেই আজ সকালে নামাজ শুরুর সময় নয়নের নেতৃত্বে ২৫-৩০ জন লোক ঈদগাহ মাঠে হামলা চালায়। এসময় অনেকেই আহত হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই চলে যায়। গুরুতর আহত বাচ্চু সরকার হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মডেল থানার এসআই আকরাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে। কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।