“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই স্লোগানে নেত্রকোনায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পভুক্ত পাটবীজ উৎপাদনকারী
চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ।
অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার রাখি পোদ্দার, নেত্রকোনা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন সহকারী ইলিয়াস হোসেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামীসহ ৭৫ জন পাট চাষীরা।
পরে পাট চাষীদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।