নেত্রকোনায় জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গত শনিবার (২৬ জুন) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে ২৪, যুগ্ম সাধারণ সম্পাদক ৮ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ৮ জনের নাম উল্লেখ রয়েছে।
বিভিন্ন পদে থাকা অন্যান্যরা হলেন- সহ-সভাপতি- মৃণাল কান্তি ভট্টাচার্য, মো. শরিফুল হক, শফিকুল ইসলাম মুন্সী, নাঈম হাসান, শুভ চৌধুরী, রাকিব আহমেদ রাজিব, মো জহির রায়হান খান, মো. রোমান আহমেদ, মো. ফাইজুর রহমান সজীব, আবু রায়হান মো. ইউসুফ (প্রধান), তাসরুবা ইয়াসমিন সম্পা, দেওয়ান আহসানুল করিম রানা, আল-আমিন তালুকদার সাজন, ধ্রুব সরকার, ফরহাদ হাসান শরাফ, তারেক রেজওয়ান রুপক, সাজিদুর রহমান ছোটন, মনোয়ার হোসেন সুকেল, আল-আমিন আকাশ, শাহ মো. জুনায়েদ, শাহীনুর রহমান বাবলু, আনোয়ার হোসাইন, আলিফ নাসের অনি, জাকির হোসেন সানী।
যুগ্ম-সাধারণ সম্পাদক কৌশিক রায়, আশিকুর ফারাস দোদুল, মো. মোশারফ হোসেন মোশাহিদ, হাসিব ইবনে হান্নান (হৃদম), মো. তোফায়েল খান পাঠান, গৌরব আহম্মেদ খান, মাহামুদ হাসান সুচল, ইমবুল কাওছার জিসান। আছে আরো সাংগঠনিক সম্পাদক। তারা হলেন- ঝিনুক খান, হিমাদ্রি সাহা, মো. তানভীর হোসেন (বাধন), লুৎফর রহমান রাইয়ান, জুয়েল আহমেদ খান, রুমিত আয়াত সাহিদা, তুহিন মনি, শুভ সরকার।
কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য হয়েছেন মো. মাহফুজুল ইসলাম লিংকন ও দেওয়ান কামরুল হাসান আকাশ।