নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাধীন বৈদ্যগাও গ্রামে নদীতে গোসল করতে গিয়ে এক মহিলা নিখোঁজ। আজ বৃহস্পতিবার বেলা ২:৩০ ঘটিকায় মোছাঃ চম্পা আক্তার (২৪) নিজ বসত বাড়ির ২০০ গজ পশ্চিমে ভাইরা নদীতে গোসল করতে গেলে পানির স্রোতে ডুবিয়া যায়। প্রত্যক্ষদর্শি মোছাঃ সাহেরা আক্তার (৫০) চম্পা আক্তারকে পানি ডুবিয়া যাইতে দেখে ডাক চিৎকার করলে এলাকার লোকজন ও ভিকটিম এর আত্মীয় স্বজনরা আসিয়া নদীতে নেমে খোঁজাখুজি করে চম্পা আক্তারকে না পাইয়া কলমাকান্দা থানা পুলিশ ও কলমাকান্দা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্হলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হইয়া স্হানীয় লোকজন সহায়তায় ভিকটিম চম্পা আক্তাকে উদ্ধারের চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজি করে ভিকটিম চম্পা আক্তারকে না পাইয়া ময়মনসিংহ ডুবুরি দলকে খবর দেয়া হয়। ডুবুরি দল উদ্ধারের জন্য আসিতেেছে মর্মে জানা যায়। নিখোঁজ মোছাঃ চম্পা আক্তার (২৪) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন বৈদ্যগাও গ্রামের মোঃ জাহিদুল ইসলাম এর মেয়ে।এলাকার লোকজন জানায় যে ভিকটিম চম্পা আক্তার তার স্বামী মোঃ ওয়াজেদ আলী সহ তার বাবার বাড়িতে বসবাস করত। ভিকটিম চম্পা আক্তারকে উদ্ধারেরে কাজ অব্যাহত আছে।