নেত্রকোনায় করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১ জুলাই) সকাল ৮টায় প্রধান ও সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় শহরের মোক্তারপাড়া জামে মসজিদে। জামাত পড়ান মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।
এ সময় নামাজে অংশ নেয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এদিকে জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন মসজিদে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।