নেত্রকোনায় পূর্ব শুত্রুতার জেরে রিফাত(১৭)নামের এক যূবককে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে আসামী পক্ষের উল্টো অভিযোগের ঘটনা ঘটেছে। ৬ জানুয়ারি দুপুর ১২ঘটিকার সময় সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের কালিয়ারা গ্রামে উক্ত ঘটনাটি ঘটে।আহত রিফাত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মরণ সন্ধিক্ষণে। অপরদিকে শত্রুপক্ষ রিফাতের পরিবারের লোকজনের নামে বাড়ি লুটপাট ও গুরু চুরির মামলা দ্বায়ের করে,এলাকার প্রতক্ষ্যদর্শীদের মতে পুরো ঘটনা মিথ্যা ও বানোয়াট। আহত রিফাত লিটন মিয়ার পঞ্চম সন্তান।উক্ত ঘটনার আসামীগন একই গ্রামের আলাউদ্দিন ও সালাউদ্দিন গং। এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উক্ত ঘটনার সঠিক বিচার দাবী করেছে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ জানান এ ব্যপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে