নেত্রকোনা জেলায় বাংলাদেশ সাংবাদিক কল্যানট্রাষ্ট এর তহবিল থেকে ২ জন অসহায় সাংবাদিকের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ সকালে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেক গ্রহন করেন মোঃ আবদুস সালাম চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ৫০,০০০ হাজার টাকা ও মোঃ কবীর হোসেন চাঁন মিয়াকে অসুস্থতার জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আলাউদ্দিন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ আ.ক.ম আবুল কাশেম, দপ্তর ও লাইব্রেরী সম্পাদক দিলওয়ার খানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।