জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর আওতায় নেত্রকোনায় প্রতিটি কাজে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ সহায়তার প্রত্যয়ে সরকারের উন্নয়ন সহযোগী প্রাতষ্টান হিসেবে মানবিক সমাজ প্রতিষ্টা, নারী-পুরুষের বৈষম্য দূর করা, নারী ও কন্যা শিশুদের বিকাশের পরিবেশ তৈরী করা, সকল প্রকার বৈষম্য দূরীকরন ও সকল প্রকার হয়রানী মুক্ত সমাজ প্রতিষ্টা বেগবান করতে জেন্ডার পোগ্রামের ইনসেপশন মিটিং অনুষ্টিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন প্রতিষ্টান ব্র্যাক এর জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর ইনসেপশন মিটিং ব্র্যাক আঞ্ছলিক কার্যালয় নেত্রকোনায় গত বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্টিত হয়।
ব্র্যাক জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর উদ্যোগে পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোনার উপ-পরিচালক নাজনীন সুলতানা।
ব্র্যাক-জেলা সমনস্বয়কারী প্রবাল চন্দ্র সাহার সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার মোঃ মহসীনের পরিচালনায় ইনসেপশন সভায় ব্র্যাক নেত্রকোনা জেলার চলমান সকল কর্মসূীচীর জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
প্রধান অতিথির বক্ত্যবে মাহমুদা আক্তার বলেন, ব্র্যাক র্দীঘদিন যাবত পিছিয়ে পড়া,অবহেলিত বিশেষ করে নারীদের সমাজের মূল ধারায় নীয়ে আসতে সরকারের উন্য়ন সহযোগী হিসেবে প্রশংসনীয় কাজ করছে। প্রতিটি মানুয়ে অবস্থা বিবেচনা করে নারী-পুরুষের সমতা আনয়নের জন্য লিঙ্গ বৈষম্য হ্রাস করা, সামাজিক ও অর্থনেতিক ভাবে কেউই যেন কোন প্রকার বৈষম্যেরে শিকার না হয় তার জন্য কাজ করছে ব্র্যাক। বিশেষ করে নারী ও কণ্যা শিশুরা যাতে যথাযত বিকাশের পরিবেশ পায়, অধিকার থেকে বঞ্চিত না হয়, বাল্য বিবাহ বা কোন প্রকার হয়রানীয় শিকার না হয় সে বিষয়েও জনসচেতনতা তৈরীতে কাজ করছে। করোনা মহামারী মোকাবেলায় সরকারের পাশে রয়েছে ব্র্যাক।
বিশেষ অতিথি নাজনীন সুলতানা বলেন,বাল্য বিবাহ,যৌন হয়রানী বন্ধ,কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী, তৃণমূল পর্যায়ে নারীদের সচেতনতা, প্রশিক্ষণ, উপকরন বিতরনের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার মাধ্যমে সমাজের মূল ধারায় মানুষ হিসেবে সমান মার্যাদা প্রতিষ্টার জন্য নিয়মিত ভাবে কাজ করছে ব্র্যাক।
মিটিংয়ে উন্মক্ত আলোচনায় অংশ নেন আরএম-আশিকুজ্জামান চেীধুরী, জমির আলী, আব্দুল মালেক, তারিক আল মামুন, আব্দুল আজিজ,মোঃ বদরুজ্জামান প্রমূখ।