নেত্রকোনা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সকালে জেলা শহরের হোসেনপুরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০০পিস ইয়াবাসহ পারভেজ মিয়া (২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম এর তত্ত্বাবধানে থানার এস আই সামায়ুন এর নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হোসেনপুরস্থ ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারভেজ মিয়াকে আটক করে। আটক পারভেজ নেত্রকোনা পৌরসভার পশ্চিম মালনী এলাকার হাফিজ মিয়ার পুত্র।
আটক পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।