নেত্রকোনার আটাড়ায় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে রমা বিশ্বাস (২৬) নামে এক নারী নিহত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত রমা বিশ্বাস খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের সুরঞ্জন বিশ্বাসের স্ত্রী। তিনি জেলা শহরের আবু আব্বাছ কলেজে পরীক্ষার জন্য যাচ্ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, নিহত রমা বিশ্বাস আজ সকালে গ্রামের বাড়ী থেকে মোটর সাইকেলযোগে পরীক্ষা দেয়ার জন্য শহরের যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় পৌঁছলে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।