মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রানার্স কমিউনিটি নেত্রকোনা বিজয় দিবস রান ২০২৩ এর আয়োজন করে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মোক্তাপাড়া খেলার মাঠ থেকে দৌড় শুরু হয়ে ১৬ কিলোমিটার এবং সাড়ে সাত কিলোমিটার দৌড়ে কাইলাটি কিড্ডি কিংডম গিয়ে শেষ হয়।
এই প্রতিযোগিতায় জেলার এবং জেলার বাইরের বিভিন্ন বয়সের ১৫০ জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।
১৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন পাবনার মোহাম্মদ ইমরান হাসান, প্রথম রানার্সআপ শাহিন আলম, দ্বিতীয় রানার্সআপ মোহাম্মদ খাইরুল ইসলাম।
১৬ কিলোমিটার পঞ্চাশোর্ধ বয়স ভিত্তিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বিপ্লব কুমার সরকার। প্রথম রানার্সআপ নেত্রকোনার রফিকুল ইসলাম এবং সাড়ে সাত কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন কুড়িগ্রামের আমির হোসেন আমু। প্রথম রানার্সআপ শেখ জহিরুল ইসলাম, দ্বিতীয় রানার্সআপ নুর ইসলাম খান।
পরে আয়োজক কমিটির অ্যাডমিন প্যানেলের সদস্য আব্দুল মোমেন, মোয়াজ্জেম হোসেন, ঝিনিুক মাহমুদ, সৌরভ বিশ্বাস, শেখ ফরিদ আল মামুন, স্বাগত আচার্য, আশিকুর রহমান ও সোহেল তানভীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- ঝিনিুক মাহমুদ ও কিড্ডি কিংডম পার্কের প্রতিষ্ঠাতা শোয়েব তানভীর হিমেল সহ প্রিন্ট মিডিয়ার অন্যরা।