নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কারলী গ্রামে শনিবার রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে আওয়ামীলীগ নেতার গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় দুর্বৃত্তের দেয়া আগুনে সমস্ত বন পুড়ে ছাই হওয়ায় ওই ব্যক্তির আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।মোঃ মজলুর রহমান উপজেলার রৌহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রবীন সভাপতি কারলী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্ত মজলুর রহমান জানান, শনিবার গভীর রাতে হঠাৎ ডাক চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি বসত ঘর সংলগ্ন বনের ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে আনি, কিন্তু এরই মধ্যে বনের ঘরে থাকা গরুর খাবারের জন্য সারা বছরের মজুদ করা সমস্ত বন পুড়ে ছাই হয়ে যায়। সব হারিয়ে আমি এখন পথে বসে গেছি।