নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগন্জ ইউনিয়নে লক্ষিগন্জ বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসনের উপস্থিতিতে মিছিল সমাবেশ বন্ধ রয়েছে।
জানা য়ায় আজ রবিবার (৩১অক্টোবর) ইউনিয়নের লক্ষিগন্জ বাজারে হাট বার ছিল। উক্ত ইউনিয়নে আওমীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোঃ আজহারুল ইসলাম তুহিন অপর দিকে স্বতন্ত্র প্রার্থী তিন বারের নির্বাচিত চেয়ারম্যান চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এস. এম. শফিকুল কাদের সুজা।
এলাকায় মাটি ও সাধারন মানুষের নেতা এস.এম শফিকুল কাদের সুজা । উভয় পক্ষের পার্থী ও সমর্থকদের মধ্যে উওেজনা দেখা দেওয়ায় প্রসাশন মিছিল ও সমাবেশ না করতে নিষেধাজ্ঞা জারী করে।
আজ বিকেলে স্বতন্ত্র প্রার্থী এস. এম শফিকুল কাদের সুজা তার নিজ বাড়ি বাইশধার গ্রামে বাড়ির সামনে মাঠে সহস্রাধিক লোকের উপস্থিতিতে এক সমাবেশে করেন।
এ সময় সমাবেশে এস. এম. শফিকুল কাদের সুজা বলেন, প্রশাসনের নিদেশে আমরা লক্ষিগন্জ বাজারের মিছিল বন্ধ রেখেছি, তবে আপনারা আমাকে ভালবেসে আমার বাড়ি পর্যন্ত এসে আমার মনোবলকে বাড়িয়ে তুলেছেন। জনগন সকল ক্ষমতার উৎস। আগামি ১১ নভেম্বর নির্বাচনে আপনারা আমার পাশে থাকলে চশমা প্রতীক নিয়ে অতীতের ন্যায় এবারও বিপুল ভোটে নির্বাচিত হব, ইনশাআল্লাহ।