স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। বেলা ৪টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা নূরুল ইসলাম, সদস্য মাওলানা সাদেকুর রহমান, মেহেদী হাসান এমদাদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ছাত্র শাসন আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক প্রমুখ।