নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিরামপুর হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক তুহিনের অপসারণের দাবীতে মানববন্ধন করে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আজ বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষক আজহারুল হক তুহিনের অপসারণের দাবীতে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুনীর্তি ও ক্ষমতার অপব্যবহারের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফজলু মিয়া, অভিভাবকদের পক্ষে মোঃ লুৎফুর রহমান, মোঃ মিন্টু মিয়া, শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ এমদাদুল হক, নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ মিজান মিয়াসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আজহারুল হক তুহিন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক কারচুপির মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই তার অনুগত একটি ক্যাডার বাহিনী গড়ে তুলেন। তিনি প্রধান শিক্ষকের পদ না ছেড়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বিদ্যালয়ে নিয়মিত না আসায় এক দিকে প্রশাসনিক কার্যক্রম ব্যহত হচ্ছে অপর দিকে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্কুলের সাধারণ শিক্ষার্থীদের বাঁধা প্রধান এবং নানা ধরণের ভয় ভীতি প্রদর্শন করে। তাই ক্ষিপ্ত শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষকের দ্রæত অপসারণ দাবী করেন। অন্যথায় তারা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা করেন। পরে শিক্ষার্থীরা মিছিল করে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।