জেলার আটপাড়া উপজেলায় দৌলতপুর গ্রামের শাজাহান মিয়ার মেয়ে লিজা আক্তার (১৪) নামের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
গতকাল ২২ জুলাই রাত আনুমানিক ৩ টার দিকে শাজাহান মিয়ার বসত ঘরে ধর্ষনের ঘটনাটি ঘটেছে। লিজা আক্তার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ধর্ষক মামুন (২১) পিতা সুলতান খা, জলিল মিয়া (২৭) পিতা মৃত মহরম আলী,জুয়েল মিয়া (৩০) পিতা সাহেদ আলী প্রত্যেকের গ্রাম দৌলতপুর ওরা তিনজন মিলে লিজা আক্তারকে জুর করে ধর্ষন করে ও মেরে ফেলার হুমকিও দিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩নং লুনেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সুলতান খার ছেলে মামুন মিয়া (২১) ও তার সহযোগী কয়েকজনকে নিয়ে শাজাহান মিয়ার বাড়িতে গিয়ে তার মেয়ে লিজা আক্তারকে গনধর্ষন করেছে। পরে লিজা আক্তারের বাবা ও মা ডাক চিৎকার শুনে য়ায় গিয়ে দেখে কয়েকটি ছেলেকে দেখতে পায়। ধর্ষক মামুন মিয়াকে আটক করে ও অন্যরা পালিয়ে য়ায়।
পরে প্রভাবশালী মহলের লোকজন আটককৃত ধর্ষক মামুন মিয়া মিমাংশার কথা বলে নিয়ে য়ায়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল বলেন, অভিযোগ পেয়েছি মামলা নিয়েছি আসামী ধরার জন্য অভিযান অব্যাহত আছে।