নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার যাত্রাবাড়ী, চকপাড়া গ্রামের জিসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুটির বাবা মোঃ এমদাদুল হক গ্রাম যাত্রাবাড়ী চকপাড়া ইউনিয়ন ৮ নং বিষকাকুনি ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়।
আজ সকাল আনুমানিক ১০.৫৫ মিনিটের সময় জিসান তার বাড়ির পাশে ডোবার পাশে আরো কয়েকটি শিশুকে নিয়ে খেলতে যায়। হঠাৎ জিসান গর্তে পরে য়ায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জিসানের বাবা এমদাদুল হক ও তার মা শাহানা তাকে খাবার দেওয়ার জন্য খুঁজতে বের হয়।
পরে জিসানের বাবা মা ও এলাকাবাসী মিলে খুজাখুজি করে বাড়ির পিছনে ডোবায় দেখতে পায়। তার পর ডোবা থেকে জিসানকে উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বলেন, লাশটি মৃতের বাড়িতে আছে সেখানে পুলিশ আছে মৃতের বাবা মায়ের কোন অভিযোগ না থাকালে মৃতের লাশ দাপনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।