পল্লী সড়ক মেরামত কর্মসূচীর আওতায় নেত্রকোনা-আটপাড়া ব্রজের বাজার জিসি সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোনা -২ (সদর ও বারহাট্টা) আসন সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু প্রধান অতিথি হিসেবে আজ রবিবার দুপুরে ইসলামপুর মোড়ে এই কাজের শুভ উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা এল জি ই ডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো আল আমিন সরকার, জেলা আওয়ামীগের উপদেষ্টা গাজী কামাল সহ আওয়ামীলীগে অঙ্গসহজোগী সংঘটনের নেতৃবৃন্দ।
নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন এই রাস্তাটি দীর্ঘদিন যাবত খানা খন্দ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাচ্ছিল।
মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার পরে ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যায়ে রাস্তাটির মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাস্তার নির্মাণ কাজ শেষ হবে। সড়কটির মেরামতের কাজ শেষ হলে যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘব হবে।