নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বাহাদুরকান্দা নামক স্থানে শনিবার সন্ধ্যায় সিএনজির ধাক্কায় গুরুতর আহত সখিনা (৩৫) রবিবার দুপুরে উন্নত সিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। নিহত সখিনা কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের সুকন মিয়ার স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, খাসপাড়া গ্রামের সুকন মিয়ার স্ত্রী সখিনা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে মাঝে পরিবারের লোকজনকে কিছু না বলে এদিক সেদিক ঘুরাঘুরি করতো। গত শনিবার সন্ধ্যায় সে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বাহাদুরকান্দায় এলোমেলো ঘুরাঘুরি করার সময় একটি দ্রæতগামী সিএনজির ধাক্কায় মারাত্মক আহত হন। এ সময় সিএনজিটি আহত নারীকে দুঘর্টনা স্থলে রেখে দ্রæত পালিয়ে যায়। স্থানীয় লোকজন মহিলাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আজ রবিবার দুপুরের দিকে সখিনার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন তার লাশ ময়মনসিংহ না নিয়ে গিয়ে বাড়ীতে নিয়ে যায়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।