ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির আয়োজনে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট এর সহযোগিতায় সাতপাই পূর্বধলা রোড অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা (অমাস) কার্যালয়ে ঐতিহ্য অন্বষনে তারুণ্যের যাত্রা নেত্রকোনা জেলার ঐতিহ্য বিষয়ক তথ্য সংগ্রহ ও জরিপ কর্মসূচীর আলোচনা সভা অনুষ্টিত হয়। বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক অমাস এবং ভাষা সৈনিক আবুল হোসন কলেজ ও লোকসাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হাসান তপুর সভাপতিত্বে নির্বাহী পরিচালক মিজ ফারহানা ওয়াজেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বিশেষ অতিথি রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মুখলেছুর রহমান খান,ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষনা একাডেমীর অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, আলোচক হিসাবে ছিলেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজল মনির, দপ্তর সম্পাদক ফাবি ফাহাদ তানজিন,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্জয় সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নেত্রকোনা জেলার ইতিহাস ঐতিহ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি স্থান কাীর্তি তুলে ধরেন এবং বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নেত্রকোনা জেলার ঐতিহ্য বিষয়ক তথ্য সংগ্রহ ও জরিপ বিষয়ক কর্মসূচীতে নেত্রকোনায় আাসায় তাদের সাধুবাদ জানান ও সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।