আগামী ২৫শে ফ্রেব্রুয়ারি রবিবার নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হয়েছেন ৩ জন আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন ৩ জন।অন্যান পদে আরো অনেক প্রার্থী রয়েছেন।
এই নির্বাচন কে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন তরুন আইনজীবি সকলের প্রিয়মুখ সকলের আস্থাভাজন এবং অন্যায়ের সাথে আপোষহীন স্পষ্ট ভাষী এডভোকেট শিবলী সাদী অপু।
তারসাথে আলাপ কালে তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে এই আইন পেশায় নিয়োজিত
আইনের শাসন প্রতিষ্ঠিত, বিচারিক আদালত বার ও বেঞ্চের মধ্যে সুষম সম্পর্ক প্রতিষ্ঠা, সর্বপোরি আপামোর জনসাধারণ ও বিচার প্রার্থীদের ন্যাজ্য বিচার পাওয়ার আন্দোলন কে বেগবান করাই আমার উদ্দেশ্য।
যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আইনি সাহায্য নিতে আসা কোনো অসহায় বক্তিকে টাকার জন্য ফিরে যেতে হয়নি আমি তাদের কে সর্বাত্মক সহোযোগিতা করেছি,আমার মনে হলো যদি আরেক টু ভালো পজিশনে যাওয়া যায় তাহলে দূর্বল, অসহায় এবং আইনি সহযোগিতা থেকে বঞ্চিত তাদের কে আরেক টু ভালো সেবা দিতে পারবো। আমি সকলের কাছে দোয়া চাই এবং যারা জেলা আইনজীবি সমিতির সদস্য তাদের কাছে ভোট প্রত্যাশা করছি।