নেত্রকোনার মদন উপজেলায় পূর্বের ঝগড়ার মাসিক চাঁদা না দেওয়ায় কারণে ফারুক( ৩০) নামের এক যুবক কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
রোজ রবিবার ২১ জানুয়ারি সকাল১১ টার দিকে
এ ঘটনাটি ঘটেছে উপজেলা নায়েকপুর ইউনিয়নের পাঁচ আলমশ্রী এবং সোনাখালি গ্রামে।
পরে স্বজনেরা গুরুতর জখম অবস্থায় ফারুক মিয়া কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এ ঘটনাটি ঘটিয়েছে সোনাখালি গ্রামের আছির মিয়ার ছেলে হাদিস (৫০), ওয়ারিস(৪০),দুলু মিয়া (৩৮), মজিদ (৩৫) , ও রাবেল(৩০)তারা পাঁচ ভাই সহ আরও অনেকেই।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নোয়াগাঁও এবং আলমশ্রী দুই গ্রামের ঝগড়ার মাসিক ঝগড়ার মামলা চালানোর জন্য মাসিক মাসোয়ারা টাকা চায় সোনাখালি গ্রামের আছির মিয়ার ছেলে রাবেল এর কাছে।
মাসিক মাশোয়ারার টাকা না দেওয়ার কারণে ফারুক ও দুলুর পরিবারের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
পাঁচ আলমশ্রী এবং সোনাখালির দু’পক্ষের মারামারির ঘটনার বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।