শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ  নাশকতার মামলায  নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র ঢাকা থেকে গ্রেফতার  নানা শ্রেণি পেশার মানুষকে নিয়ে ‘আন্তঃ সীমান্ত নদী, নেত্রকোনা বাসীর প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত মদনের সেচ্ছায় তাঁতী লীগের আহবায়কের পদত্যাগ  মদনে ৫ ইউপি চেয়ারম্যান পলাতক নাগরিক সেবা ব্যাহত খালিয়াজুরীতে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু নেত্রকোনার খালিয়াজুরীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন ভাতিজা চাচাকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ। নেত্রকোনায় বন্যার কারণে ১৮৬টি বিদ্যালয় বন্ধ ঘোষনা অধরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত

সকল ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে —-এহসানুল মাহবুব জুবায়ের

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এহ্সানুল মাহবুব জুবায়ের বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর দেশ নিয়ে এখনো নানা ধরণের ষড়যন্ত্র চলছে। কোন সময় জুডিশিয়ারি ক্যু, কোন সময় আনসার, কোন সময় চিকিৎসক কোন সময় গার্মেন্টস সেক্টরে ভর করে স্বৈরাচারী আওয়ামীলীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সকল ষড়যন্ত্রের মোকাবেলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। তিনি আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

নেত্রকোনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জামায়াতের জেলা আমীর মোঃ আব্দুল করিম, কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আবু ইউসুফ খান, ময়মনসিংহ অঞ্চলের টীম সদস্য ও নেত্রকোনা জেলার সাবেক আমির অধ্যাপক মাওঃ এনামুল হক, ময়মনসিংহ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি এডভোকেট এহ্সানুল মাহবুব জুবায়ের আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে মেঘা প্রকল্প গ্রহণ করে লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমাদের দেশ প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর। তার চেয়ে বড় সম্পদ হলো মানুষ। দূর্নীতিবাজ, সন্ত্রাসী এই জালিম সরকারের ধ্বংসকে কাটিয়ে তোলার জন্য এই মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশের সামগ্রীক সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে। সন্ত্রাস, গুম, খুন মুক্ত দেশ গড়ার জন্য আমাদের সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। এই লুটেরা সরকার বাংলাদেশের অর্থনীতিকে নষ্ট করেছে, ইসলামী ব্যাংকের মতো একটি বেসরকারী বৃহৎ ব্যাংককেও তারা খালি করে দিয়েছে। বাংলাদেশ যেন তার অভিষ্ট লক্ষ থেকে হারিয়ে না যায় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা অফিস সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ নিজাম উদ্দিন, সদর উপজেলার আমীর মাওলানা ওয়ালি উল্লাহসহ সকল উপজেলার আমির, সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যসহ ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin